বিলকিস বানু(ভূমিকা)
আমাদের দেশে এই মুহূর্তে সমস্ত মিডিয়া হাউজ ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো একটি নামের ঢেউয়ে ভেসে চলেছে সেই নামটি হলো বিলকিস বানু। এই প্রতিবেদনে বিস্তারিত ভাবে জানব কি হয়েছিল বিলকিস বানুর সাথে, তার অপূরণীয় ক্ষতির জন্য গুজরাট সরকার কি ক্ষতিপূরণ দিয়েছিল। আর কোন আইনে 2022 সালে তার দোষীরা জেল থেকে ছাড়া পেল।